Dashti Upanyas 1 by Dibyendu Palit, 978-8-17-066284-6, 9788170662846 দশটি উপন্যাস৬০০.০০একালের খ্যাত ঔপন্যাসিকদের মধ্যে বিষয়-ভাবনার বৈচিত্র্যে এবং গদ্যশৈলীর অনন্যতায় দিব্যেন্দু পালিত এক সম্পূর্ণ একক ধারার শিল্পী। পরিবর্তমান সময় ও সামাজিক পরিবেশের প্রেক্ষাপটে বিভিন্ন উপন্যাসের কাহিনি-পরিকল্পনায় তিনি এমনই নতুন সব অভিজ্ঞতা যুক্ত করেছেন যা আগে দৃষ্ট হয়নি— যা বাংলা উপন্যাসের ধারাবাহিকতায় যোগ করেছে আরও এক মাত্রা।সত্তরের দশকে প্রকাশিত তাঁর আমরা বা বৃষ্টির পরে, চরিত্র বা উড়োচিঠি, একা বা অহঙ্কার ইত্যাদি উপন্যাস বিষয় এবং বিষয়ের অন্তর্গত জটিলতার নিপুণ উন্মোচনে একটি অন্যটি থেকে এতই ভিন্ন যে চমৎকৃত হতে হয় এদের সৃষ্টি-সার্থকতায়; যেমন চমৎকৃত হতে হয় তাঁর সাম্প্রতিক ও বহু-আলোচিত উপন্যাস সহযোদ্ধা, ঘরবাড়ি, সোনালী জীবন, ঢেউ, স্বপ্নের ভিতর, অন্তর্ধান ইত্যাদি উপন্যাসের সিদ্ধিতে। সঙ্গত কারণেই বিদগ্ধ সমালোচকদের দৃষ্টিতে ঔপন্যাসিক দিব্যেন্দু পালিত প্রতিভাত হয়েছেন বিভিন্ন ব্যাখ্যায়। তিনি ‘শুধু হৃদয়বানই নন, বৌদ্ধিক প্রস্তুতিতেও বিশিষ্ট— মননশীলতা তাঁকে সামান্য সিদ্ধির আওতায় আটকে রাখেনি।’ বলেছেন কেউ: ‘তাঁর প্রধান শক্তি আজকের জীবনের নিহিত প্রশ্নগুলিকে সঠিক মাত্রায় হাজির করা।’ আবার কেউ বলেছেন, ‘তিনি এমন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন যার বৈচিত্র্য ও সত্যতা সম্বন্ধে আমরা কোনো প্রশ্ন করতে পারি না।’ কিংবা, ‘দিব্যেন্দুর ক্ষমতার পরিচয় তাঁর ভাষাসৃষ্টিতে, উপমা নিবার্চনে, চিত্রকল্প রচনায়।’ দশটি উপন্যাস নামে এই সুবৃহৎ ও অভিনব সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে ১৯৭০ থেকে ১৯৮১ সালের মধ্যে রচিত দিব্যেন্দু পালিত-এর দশটি সাড়াজাগানো উপন্যাস— সন্ধিক্ষণ, সম্পর্ক, আমরা, বৃষ্টির পরে, বিনিদ্র, চরিত্র, একা, উড়োচিঠি, অহঙ্কার এবং সবুজ গন্ধ। বিভিন্ন পটভূমি, পরিবেশ ও বিষয়ে বিন্যস্ত এই উপন্যাসগুলিতে নানান স্তরের নানান মানুষের প্রেম, স্মৃতি, দুঃখ ও অপমানবোধ, একাকীত্ব, অপূর্ণতা, নিষ্ঠুরতা, অসহায়তা, দ্বৈতসত্তা, বিবেকের সংকট, আত্মপ্রতিষ্ঠার সমস্যা ইত্যাদি ফুটে উঠেছে জীবন্ত ও বৈচিত্র্যময় হয়ে। সমগ্রভাবে এই উপন্যাস-সংকলন যেন এক বিপুল ও ব্যাপ্ত অভিজ্ঞতার চলচ্চিত্র— যা পাঠককে মোহিত ও আবিষ্ট করে রাখবে।দশটি উপন্যাস ২৬০০.০০দ্বিতীয় খণ্ডে রচিত দশটি সাড়া-জাগানো উপন্যাস সহযোদ্ধা, ঘরবাড়ি, আড়াল, সোনালী জীবন, ঢেউ, স্বপ্নের ভিতর, অন্তর্ধান, অবৈধ, সিনেমায় যেমন হয় এবং গৃহবন্দী।
বইয়ের বিবরণ
- শিরোনাম দশটি উপন্যাস ১
- লেখক দিব্যেন্দু পালিত
- প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
- আইএসবিএন 9788170662846
- প্রকাশের সাল N/A
- মুদ্রণ 1
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা N/A
- দেশ ভারত
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।