আবুল মনসুর আহমদ

সাহিত্য, সাংবাদিকতা ও রাজনীতি—তিন ক্ষেত্রেই আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯) কৃতিত্বের পরিচয় দিয়েছেন। দেশ বিভাগের আগেই সাহিত্য ও সাংবাদিকতায় তাঁর সাফল্য সবার দৃষ্টি আকর্ষণ করে। ব্যঙ্গরচনায় তাঁর কুশলতাকে এ দেশে আজও কেউ অতিক্রম করতে পারেননি। রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনেও ছিলেন সক্রিয়। পাকিস্তানে গণতান্ত্রিক রাজনীতির সূচনা থেকে প্রায় এক দশককাল সামনের সারিতে থেকে তাতে নেতৃত্ব দিয়েছেন। প্রথমে প্রাদেশিক এবং পরে কেন্দ্রীয় মন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ব্যঙ্গধর্মী রচনায় যেভাবে তিনি সামাজিক কুসংস্কার ও গোঁড়ামি, রাজনৈতিক ভণ্ডামি ইত্যাদিকে কশাঘাত করেছেন, তা আজও আমাদের মুগ্ধ করে। তাঁর অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে—ছোটগল্প: আয়না, ফুড কনফারেন্স, আসমানী পর্দা ; উপন্যাস: সত্যমিথ্যা, আবে হায়াত ; প্রবন্ধ-স্মৃতিকথা: আত্মকথা, শেরেবাংলা হইতে বঙ্গবন্ধু, বেশী দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা।

আবুল মনসুর আহমদ - এর আরও বই সমুহ

No products found.
Shopping cart
Sign in

No account yet?

Start typing to see products you are looking for.
Select your currency
BDT Bangladeshi taka
Shop
Wishlist
18 items Cart
My account