কথাসাহিত্যিক বিমল কর-এর আজীবনের সাহিত্যে বারবার উঠে এসেছে আশ্চর্য জীবন, রংবেরঙের মানুষ, মায়াগভীর সংলাপ। মানুষের হৃদয়ের নিভৃত ভুবনে আলো ফেলেছেন তিনি। ডুব দিয়েছেন চরিত্রের আত্মার গহনে। পরিশ্রমী সাধনায় পাঠককে উপহার দিয়েছেন অভাবিত সব আখ্যান। মনস্তাত্ত্বিক অভিযাত্রায় সিদ্ধহস্ত তিনি। বাংলা সাহিত্যের বিরল গোত্রের লেখক বিমল কর-এর ‘উপন্যাস সমগ্র’ সর্বার্থেই এক সম্পদ। নবম খণ্ডে প্রকাশিত হয়েছে জীবনপ্রান্তে রচিত ন’টি উপন্যাস—চাতক, সহচর, গোলাপের দুঃখ, এই বেদনায় বিষাদে, তারা তিনজন, শীত বসন্তের অতিথি, রাজমোহনের সুখদুঃখ, একটি বনচাঁপার গাছ ও আমার বন্ধু, ইমলিগড়ের রূপকথা। বিমল কর-এর বিচিত্র জগৎ আমাদের বিস্মিত করে। ‘চাতক’ উপন্যাসে এক বৃহৎ পরিবারের বর্ণিল তরঙ্গ তো ‘সহচর’ উপন্যাসে তথাকথিত কলঙ্কময় এক বাড়িতে প্রমথেশ-কমলিকার আত্মীয়-বিচ্ছিন্ন বিষাদ। আবার ‘গোলাপের দুঃখ’ জানায় বৃদ্ধ শিবনাথের গোপনতা বহনের রহস্য আর ‘এই বেদনায়, বিষাদে’ ভালবাসা যেন চিররূপকথা। ‘তারা তিনজন’ বাস করতে চায় বন্ধু-পৃথিবীতে, ‘শীত বসন্তের অতিথি’ সম্পর্কের কাছে খোঁজে নির্ভরতা। ‘রাজমোহনের সুখদুঃখ’ যেন জ্বলন্ত ফুলঝুরি, ‘একটি বনচাঁপার গাছ ও আমার বন্ধু’ যেন দায়বদ্ধতা। আর ‘ইমলিগড়ের রূপকথা’য় ভ্রমণার্থীরা নিশ্চিত পরে আছে নতুন জন্মের পোশাক। সজীব অনুভূতি, প্রগাঢ় অন্তর্দৃষ্টি নিয়ে শেষ পর্বের এই উপন্যাসগুলিতেও বিমল কর অক্লান্ত এবং স্ব-মহিম।
বইয়ের বিবরণ
- শিরোনাম উপন্যাস সমগ্র ৯
- লেখক বিমল কর
- প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
- আইএসবিএন 9789350403136
- প্রকাশের সাল N/A
- মুদ্রণ 1
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা N/A
- দেশ ভারত
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।