Pretpurush O Anupamkatha by Joy Goswami, 978-8-17-756402-0, 9788177564020 ‘প্রেতপুরুষ’ এবং ‘অনুপম কথা’—এই দুটি উপন্যাস নিয়ে এই গ্রন্থ। জয় গোস্বামীর এ পর্যন্ত প্রকাশিত প্রত্যেকটি উপন্যাসই তাঁর নিজস্ব ভাষা ও ভঙ্গিতে সমুজ্জ্বল। এই দুটি উপন্যাসও সেই একই স্বকীয়তায় ভাস্বর। যদিও উজ্জ্বলতায় এক হলেও আদলে তারা একেবারেই আলাদা।‘প্রেতপুরুষ’ উপন্যাসের মধ্যে আছে মানুষের এক চিরসত্য। মানুষের শাশ্বত আর্তির করুণাসিঞ্চিত কাহিনী। এ-কাহিনীর নায়ক সৃষ্টিশীলতা রুদ্ধ করে দেওয়া কবি একজন। সাংসারিক জীবনে স্ত্রীর সঙ্গে অপূর্ণ ও অসুখী দাম্পত্য নিয়ে ক্ষত-বিক্ষত হতে হতে যে নিরন্তর পৃথিবীতে বীজ স্থাপনের চেষ্টা করে যায়। এবং শুধুমাত্র এই প্রয়াসেই একের পর এক নারীর সঙ্গে ভালবাসা নির্মাণ করে শুধু। একেবারে শুকনো, পরিকল্পিত নির্মাণ। এই নায়ক নিজেও জানে, তার ভালবাসায় প্রদর্শনই আছে কেবল, আর আছে নিজের সন্তান বপন করার নির্বাধ ইচ্ছে। এই উপন্যাসে ভালবাসা কেবল নিজের সঙ্গে নিজের। যে-নিজ আত্মমুখ দেখে নিজের সন্তানের মুখে এবং সুখী হয়। ‘অনুপম কথা’ প্রেম এবং অপ্রেমের কাহিনী, পিতার সঙ্গে পুত্রের অসামান্য সম্পর্ক, সাধারণ মুখগুলির আড়ালে লুকিয়ে থাকা স্বার্থপরতা এবং জীবনের বিস্ময়কর নাটকীয়তার কাহিনী। এই। উপন্যাসের নায়ক অনুপম। বাবার জীবনের অসুখী দাম্পত্যের সাক্ষী সে। এবং তার নিজের জীবনেও পরম্পরাগত অভিশাপের মতো নেমে এসেছে অপ্রিয় দাম্পত্য। অনুপম তার স্ত্রীর কাছে একবারও পুরুষ হতে পারেনি। অথচ এই অনুপমই কলেজ-জীবন থেকে বুকের ভেতর বয়ে বেড়াচ্ছে এক নমিতা বাগচীকে এবং শেষ পর্যন্ত চল্লিশ পার করা বয়সে হঠাৎই এক দুপুরে মুখোমুখি হয়ে যাচ্ছে সেই নারীর—যার স্পর্শ-দূরত্বে এসে নিজেকে আবিষ্কার করছে অনুপম, আশ্চর্যভাবে আবিষ্কার করছে নতুন করে তার জীবনকেও।
বইয়ের বিবরণ
- শিরোনাম প্রেতপুরুষ ও অনুপমকথা
- লেখক জয় গোস্বামী
- প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
- আইএসবিএন 9788177564020
- প্রকাশের সাল N/A
- মুদ্রণ 1
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা N/A
- দেশ ভারত
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।