Deoyal by Bimal Kar, 978-8-17-066213-6, 9788170662136 তিরিশ বছরেরও বেশি হল, বিমল কর-এর ‘দেওয়াল’ উপন্যাসটির প্রথম খণ্ড প্রকাশিত হয়। তিন খণ্ডের এই উপন্যাসটি শেষ করতে দীর্ঘ সাত বছর সময় লেগেছিল তাঁর। বিচ্ছিন্ন ভাবে খণ্ড ত্রয় একদা পাওয়া গেলেও বহুদিন যাবৎ তা আর পাওয়া যায় না। এত বছর পর এইপ্র থম ‘দেওয়াল’ উপন্যাসটির অখণ্ড সংস্করণ প্রকাশিত হল। ‘দেওয়াল’ যে লেখক বিমল কর-এর রচিত দীর্ঘতম উপন্যাস—শুধুমাত্র এ-তথ্যই উল্লেখযোগ্য নয়; অনেকের মতে, একাধিক সমালোচকের ধারণায়, ‘দেওয়াল’-ই তাঁর শ্রেষ্ঠতম রচনা। ‘শ্রেষ্ঠতম’ কিনাএ-নিয়ে তর্ক চলুক। কিন্তু এতে কোনও সন্দেহ নেই যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় শহর কলকাতাও নিম্ন মধ্যবিত্ত বাঙালী জীবনের এমন নিখুঁত চিত্র বাংলা সাহিত্যে দুর্লভ। ১৯৩৯-৪৫—এই ছ’বছরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ংকরতার মধ্যে, বাঙালীর জীবনে যে-সংকট, ভাঙন ও অবক্ষয় দেখা দিয়েছিল, তারই এক বিশ্বস্ত দলিল এই উপন্যাস। যুদ্ধ, ইভ্যাকুয়েশন, আতঙ্ক, ভারত ছাড়ো আন্দোলন, অগাস্ট বিদ্রোহ, বাংলার মন্বন্তর, রাজনৈতিক দ্বন্দ্ব, কমিউনিস্টদের ভূমিকা, গান্ধীবাদীদের বিভ্রম ও বিচ্যুতি—প্রভৃতি কীভাবে দ্রুত ঘটেযাচ্ছিল এবং তার প্রকাশ্য ও পরোক্ষ প্রভাবে আমাদের সামাজিক ও পারিবারিক জীবনের ন্যায়নীতি রোধ, লালিত বিশ্বাস, পারস্পরিক সম্পর্কের অন্তরঙ্গতা ও শুচিতার ধারণাগুলি কেমন ভাবে—কোন্দানবের হিংস্র আঁচড়ে—ক্ষতবিক্ষত হচ্ছিল, তারই এক অসামান্য কাহিনী এই ‘দেওয়াল’। পাশাপাশি, সেইসব মানুষেরও কথা, এত বিশৃঙ্খলা ও বিপর্যয়ের মধ্যে, হাহাকার সত্ত্বেও, যাঁরা মানবিকতা সম্বল করে উত্তীর্ণ হতে চেয়েছেন এই সংকট। ‘দেওয়াল’ নামের এই দীর্ঘ উপন্যাস বিমল কর রচনা করেছিলেন তাঁর যৌবন বয়সে। তবু, নিঃসন্দেহে বলা যায়, জীবনের অভিজ্ঞতা, অনুভূতি ও বাস্তব বোধের এমন সমন্বয় তাঁর পরবর্তী কোনও রচনাতেই যেন দেখা যায় না। বাঙালী জীবনের বিশেষ এক অভিশপ্ত সময়ের সার্থক দলিল হলেও এই উপন্যাসটি সময় ও নিছক সামাজিক অবক্ষয়ের চিত্র নয়, সেই সংকীর্ণ সীমানা অতিক্রম করে মানব জীবনের বিশ্বস্ত কাহিনী রূপেই শেষাবধি স্মরণীয় হয়ে থাকবে ‘দেওয়াল’।
বইয়ের বিবরণ
- শিরোনাম দেওয়াল
- লেখক বিমল কর
- প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
- আইএসবিএন 9788170662136
- প্রকাশের সাল N/A
- মুদ্রণ 1
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা N/A
- দেশ ভারত
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।