Dui Nari Hate Tarbari by Sunil Gangopadhyay, 978-8-17-756679-6, 9788177566796 অবাসী বাঙালিদের কাহিনি ‘দুই নারী, হাতে তরবারি’। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাঙালিরা আমেরিকার মুক্ত সমাজে কেমন জীবন কাটাচ্ছে, তারই কয়েক ঝলক ছবি এই উপন্যাসে প্রকাশিত। নানা চরিত্রের মধ্যে প্রধান হয়ে উঠেছে দুইজন নারী- কুহু ও ঊষসী। কুহু তেজস্বিনী মেয়ে স্বামী প্রদীপের সঙ্গে সে নিউ জার্সিতে থাকে। তাদের যমজ ছেলেমেয়ে। উষসী মেয়েটি অসাধারণ রূপসী, পশ্চিমবঙ্গে সে ছিল উদীয়মান নৃত্যশিল্পী। যাদবপুরের কৃতী ইঞ্জিনিয়ার, বর্তমানে আমেরিকায় কর্মরত রণজয়ের সঙ্গে বিয়ে হওয়ায় ঊষসী দেশ ছাড়ে। অত্যন্ত স্বচ্ছল রণজয় অ্যালকোহলিক। বিয়ের এত বছর পরেও তারা নিঃসন্তান। নিউ জার্সিতে সুন্দরী ঊষসী একটি স্থানীয় বাঙালি ক্লাবের সেক্রেটারি। একদিন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নিউ জার্সিতে এলে তাঁকে নিমন্ত্রণ জানায় ঊষসীরা। রাতের পার্টিতে কুহু ‘কড মাছের তরকারিতে নুন বেশি হয়েছে’ বললে খুব অপমানিত বোধ করে ঊষসী। নিঃসঙ্গ ঊষসী এরপর খুঁজে নেয় প্রতিশোধের অদ্ভুত উপায়। কুহুর স্বামী প্রদীপকে সে তার যৌবন দিয়ে প্ররোচিত করতে শুরু করে। ফাঁদে পড়ে প্রদীপ। ক্ষুব্ধ কুহু প্রদীপকে ছেড়ে শুরু করে স্বাধীন জীবনযাপন। আর এই জটিল সময়েই ধরা পড়ে প্রদীপের ব্রেন টিউমার। এরপর আবার মুখোমুখি হয় বদলে যাওয়া দুই নারী। সুনীল গঙ্গোপাধ্যায়ের এবারের উপন্যাসে নারী আরও আধুনিক এবং আরও রহস্যময়।
বইয়ের বিবরণ
- শিরোনাম দুই নারী হাতে তরবারি
- লেখক সুনীল গঙ্গোপাধ্যায়
- প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
- আইএসবিএন 9788177566796
- প্রকাশের সাল N/A
- মুদ্রণ 1
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা N/A
- দেশ ভারত
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।