Tara Bhara Akasher Niche by Srijato, 978-9-35-040856-8, 9789350408568 এই উপন্যাস শুরু হচ্ছে ১৮৮৮ সালের এক ফরাসি শীতসন্ধে থেকে, যখন বন্ধু ভিনসেন্ট ভ্যান গঘের কাছে থাকতে আসছেন পল গগ্যাঁ। আর সেখান থেকেই এই লেখা ঢুকে পড়ছে শিল্পী ও মানুষ ভিনসেন্টের আশ্চর্য, গতিময়, অতিনাটকীয় জীবনে।সমান্তরালভাবে ২০১৭ সালের কলকাতায় চলছে ঋত্বিকের জীবন, যে পেশাগতভাবে বিজ্ঞাপন জগতের কর্মী হলেও, আদতে একজন ব্যর্থ আঁকিয়ে। সেই ব্যর্থতা থেকেই শুরু হয় তার অস্তিত্বের সংকট, তার অসুখ, তার ডিপ্রেশন। তার চারপাশ বদলে যেতে থাকে এক হ্যালুসিনেশন ও ইলিউশন দিয়ে তৈরি পৃথিবীতে। আর সেখানেই তাকে বুঁদ করে রাখে ভিনসেন্টের অবিস্মরণীয় ক্যানভাস ‘দ্য স্টারি নাইট’।শেষমেশ, নিউ ইয়র্ক শহরে ঋত্বিককে নিয়ে যায় তার স্ত্রী শর্মিলা, ‘দ্য স্টারি নাইট’ দেখাতে চেয়ে। আর সেখানেই ভিনসেন্ট ভ্যান গঘ দেখা করতে আসেন ঋত্বিকের সঙ্গে। তৈরি হয় এক অনির্দিষ্ট সময়, এক অনির্ধারিত মাত্রা।শ্রীজাতর এই উপন্যাস একদিকে যেমন সামনে এনেছে গভীর মনস্তত্ত্বের অলিগলি, তেমনই তুলে ধরেছে শিল্পীর মধ্যেকার আগুন আর উন্মাদনার ছবি। আর এই উপন্যাসের বুননে, আঙ্গিকে ফুটে উঠেছে নতুনএক ভাষা শৈলী, এক অনাস্বাদিত চিত্র কল্পমালা। সবমিলিয়ে ‘তারা ভরা আকাশের নীচে’ এক শৈল্পিক মহাজগতের সন্ধান দেয়, পাঠকের চোখের সামনে মেলে ধরে এক অকল্পনীয় দিগন্ত।
বইয়ের বিবরণ
- শিরোনাম তারাভরা আকাশের নিচে
- লেখক শ্রীজাত
- প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
- আইএসবিএন 9789350408568
- প্রকাশের সাল N/A
- মুদ্রণ 1
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা N/A
- দেশ ভারত
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।